চট্টগ্রামে করোনাভাইরাসে (কভিড-১৯) আরেও ৩১ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে নগরীতে আক্রান্ত হয়েছেন ১৭ জন। চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ১৪ জন। বিআইটিআইডিতে ২৩৪টি নমুনা পরীক্ষায় এদের করোনা শনাক্ত হয়।
সোমবার (১১ মে) রাতে নতুন করে করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী।
এর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ৫৬ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের রিপোর্ট পজেটিভ আসে। এর মধ্যে নগরীর ১৩ জন। পটিয়ায় ১ জন ও ফটিকছড়ির ১ জন।
মহানগরীর ১৭টির মধ্যে গ্রীনভিউ সোসাইটি -১, কর্নেলহাট-১, নোয়াপাড়া পাহাড়তলী -১, বাঁচা মিয়া রোড-১, পশ্চিম বাঘঘোনা, লালখান বাজার-১, নয়াবাজার মৌসুমি -১, আকবরশাহ-১, চকবাজার -১, পশ্চিম নাসিরাবাদ-১, পাঁচলাইশ-১, ফিল্ড হাসপাতাল -১, দামপাড়া পুলিশ লাইন -১, নন্দন কানন-১, ছোটপুল( আগ্রাবাদ)- ১, আগ্রাবাদ-২ ও সিএমসিএইচ -১
সোমবার (১১ মে) পর্যন্ত চট্টগ্রাম জেলায় করোনা আক্রান্ত শনাক্তের মোট সংখ্যা দাঁড়ালো ৩১৪ জনে। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯ জন।