করোনা এখন মহমারি আকার ধারন করেছে। নেতা-কর্মীরা এখন অনেকেই উপার্জনহীন। মানুষ মানুষের জন্য এ শ্লোগান নিয়ে, যাদের সময়ে অসময়ে পাশে পাই, প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে অকুতোভয় সৈনিকের ভুমিকায় অবর্তীন হন চোখের নিমিষেই; তাদের পাশে দাড়াঁতে চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ইউনুস গনি চৌধুরীর নির্দেশে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন চট্টগ্রাম উত্তরজেলা যুবলীগ নেতা এস, এম শাহজাহান মুরাদ রুমেল।
সোমবার (১১ মে) বিকালে শিকারপুর, বুড়িশ্চর এবং মাদার্শা ইউনিয়নের নেতা-কর্মীদের-মাঝে ১৫০ পরিবারের ভালোবাসার উপহার সামগ্রী তুলে দেন।
এসব উপহার সামগ্রী নেতা-কর্মীদের হাতে তুলে দেয়ার সময় সিএনএন ক্রাইম নিউজকে এস, এম শাহজাহান মুরাদ রুমেল জানান, আমার নেতা হাটহাজারির গণ মানুষের প্রান পুরুষ আলহাজ্ব ইউনুস গনি চৌধুরি একটি কথাই শুধু বলেন; যারা অসহায়ভাবে এদুঃসময়ে দিনাতিপাত করছেন তাদের পাশে দাড়াঁনো রাজনৈতিক দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে।
তিনি আরও জানান, আমার নেতার নির্দেশে আগেও সাধ্যমত চেষ্ঠা করেছি দল মত নির্বিশেষে এ করোনাকালীন সময়ে অসহায়দের পাশে থাকার এবং এ পবিত্র রমজান মাসে গরীব দুঃখীসহ আমার রাজপথের সহযোদ্ধাদের পাশে থাকার।
রুমেল আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যেকটি রাজনৈতিক কর্মসুচীতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি এবং পাশাপাশি তৃণমুলের অনেক বঙ্গবন্ধুর পরিক্ষীত নেতা কর্মী যারা খুবই বাজে একটা অবস্থায় আছেন বিশেষ করে মধ্যবিত্ত পরিবার থেকে যারা রাজনীতি করেন। আসুন নিজ নিজ অবস্থান থেকে জাতির এ ক্রান্তিলগ্নে অসহায় মানূষের পাশে দাড়াঁই।
এ সময় উপস্থিত ছিলেন, বুড়িশ্চর ৮ নং ওয়ার্ড সভাপতি আবদুর রহমান, বুড়িশ্চর ৭ নং ওয়ার্ড সাধারন সম্পাদক আজগর হোসেন, শিকারপুর ৯ নং ওয়ার্ড সাধারন সম্পাদক মোঃ আনিস, জেলা ছাএলীগ নেতা জাবেদ হোসেন বাদল, জেলা ছাএলীগ নেতা ইফতেখার হোসেন ইমু, জেলা ছাএলীগ নেতা এম এইচ চৌধুরী জুয়েল, ও কুয়াইশ কলেজ ছাএলীগ নেতা মোঃ মোরশেদ আলম প্রমুখ।