চট্টগ্রামের হাটহাজারি থানাধীন বুড়িশ্চরে এবার হানা দিলো করোনা। করোনাভাইরাস (কোভিড-১৯)-এ আক্রান্ত ব্যাক্তি রাঙ্গুনীয়া উপজেলা কৃষি অফিসে কর্মরত বলে জানা যায়।
রবিবার (১০ মে ) মদুনাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাব্বারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
করোনার উপসর্গ দেখা দেয়ায় গত রবিবার (০৩ মে ) অফিসের আরও কিছু সদস্যদের কাছ থেকেও নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। আজ নমুনা পরীক্ষায় সবার রির্পোট পজিটিভ আসে।
জাব্বারুল ইসলাম সিএনএন ক্রাইম নিউজকে বলেন, আক্রান্ত ব্যাক্তি রাঙ্গুনীয়া উপজেলা কৃষি অফিসের সহকারী হিসেবে কর্মরত। তিনি বর্তমানে হাটহাজারী থানার অন্তর্গত ১৫ নং বুড়িশ্চর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের একটি আবাসিক এলাকায় বসবাস করে আসছেন। আক্রান্ত ব্যাক্তি স্ত্রীসহ দুই ছেলে এক মেয়ে নিয়ে একটি ফ্ল্যাটে থাকেন। আমরা বিল্ডিং লকডাউন করে দিয়েছি।