চট্টগ্রামে ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালের ল্যাবে গত ২৪ ঘণ্টায় আরো ১৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এনিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৬৮ জনে।
রবিবার (১০ মে ) রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
তিনি জানান, বিআইটিআইডিতে ২১৭ টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ফলাফল পজেটিভ আসে ২২ জনের। নতুন ২২ জন রোগীর মধ্যে ১৪ জন চট্টগ্রামের, ৮ জন নোয়াখালী জেলার।
নতুন আক্রান্তদের মধ্যে সীতাকুণ্ড উপজেলার (ভাটিয়ারী ) একজন, চন্দনাইশের ( দোহাজারী) একজন, মীরসরাইের ( অলিনগর) একজন, হাটহাজারীর ( ডাকবাংলো রোড) একজন, আগ্রাবাদের ( হাজীপাড়া) একজন, হালিশহরের ২ জন, নাসিরাবাদের ( মেয়রগলি) একজন, সরাইপাড়ার একজন, একে খানের একজন, উত্তর কাট্রলীর একজন, মুন্সীপাড়ার একজন, কর্ণেলহাটের একজন এবং ফিল্ড হাসপাতালে একজন। এছাড়া নোয়াখালীর ৮ জন।
এ পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৬৪ জন।