কক্সবাজারে গত ২৪ ঘন্টায় ১০ জন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে পেকুয়ায় ২ জন, কক্সবাজার সদরে ৬ জন, চকরিয়ায় ১ জন ও উখিয়ায় ১ জন।
রবিবার (১০ মে) বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া।
অধ্যক্ষ অনুপম বড়ুয়া সিএনএন ক্রাইম নিউজকে জানান, রবিবার কমেকের পিসিআর ল্যাবে মোট ১২৫ জনের করোনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ১১৫ জনের রিপোর্ট নেগেটিভ ও ১০ জনের রিপোর্ট পজিটিভ পাওয়া যায়।
পর্যটন নগরী কক্সবাজারে এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। ৭৭ জন ছাড়িয়েছে আক্রান্ত রোগীর সংখ্যা। কক্সবাজারে এ নিয়ে শহরজুড়ে আতংক বিরাজ করছে।