চট্টগ্রামের রউজানে এই প্রথম কোন ব্যাক্তির করোনা শনাক্ত হলো। করোনাভাইরাস (কোভিড-১৯)-এ আক্রান্ত পেশায় একজন সিএনজি চালক। তাঁর বাড়ি ডাবুয়া ইউনিয়নে বলে জানা গেছে।
ডাবুয়া ইউনিয়ন পনিরষদের সচিব শওকত হোসেন চৌধুরী জানান, করোনায় আক্রান্ত সিএনজি চালক বাদশার পরিবারের জন্য ডাবুয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবদুর রহমান চৌধুরী ১৫ দিনের খাবার দিয়ে সিএনজি চালক ও তার পরিবারের সদস্যদের ঘরে থাকার নির্দেশ প্রদান করেন এবং লকডাউন ঘোষনা করা হয়।
রবিবার (১০ মে) চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) তে ৯৭ নমুনায় ৫৩ পজিটিভ পাওয়া গেছে।
চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি সাংবাদিকদের জানান, পজিটিভ বেশি আসা এবং স্যাম্পল গুলো ৭ দিনের বেশি হওয়ায় শনাক্তদের আবার নমুনা পরীক্ষা হবে।