চট্টগ্রামের পটিয়া উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে উপজেলার মোজাফফরাবাদ এলাকা হতে ১৮০০ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে।
রবিবার (১০ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোজাফফরাবাদ এলাকার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের একটি যাত্রীবাহী সিএনজিতে তল্লাশি চালিয়ে ১৮০০ ইয়াবাসহ আটক করা হয় বলে নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম সার্কেলের ভারপ্রাপ্ত ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম।
গ্রেপ্তারকৃত যুবকের নাম শফিক আলম (২০)। সে বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁইস্যাখালি ইউনিয়নের বাঁশখাইল্যাঝিরি গ্রামের নুরুল ইসলামের ছেলে।
তিনি জানান, আটকের পর জিজ্ঞেসাবাদে মাদক ব্যাবসায়ী জানায় সে চট্টগ্রামে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বান্দরবান হতে ইয়াবা নিয়ে আসছিল। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার পরনের পেন্টের পকেটে বিশেষ কৌশলে লুকানো ছিলো ইয়াবা গুলো।