চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে করোনাভাইরাসের (কোভিড-১৯) ৯৭ টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৫৩ জনের। তারমধ্যে চট্টগ্রাম জেলার ৩৫ জন। বাকিরা বিভিন্ন জেলার বাসিন্দা।
রোববার (১০ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা.সেখ ফজলে রাব্বি।
তিনি জানান, চট্টগ্রামে নুতনভাবে আরও ৩৫ জন করোনাভাইরাস (কোভিড-১৯)-এ আক্রান্ত হয়েছে। তার মধ্যে লোহাগাড়ার ১৪ জন, রাঙ্গুনিয়ার ১০ জন, সন্ধীপ ৭ জন, রাউজান ১ জন, বাঁশখালী ১ জন, মহানগর ২ জন। এই ছাড়াও নোয়াখালী ৮ জন, ফেনী ৭ জন ও লক্ষ্মীপুর ৩ জন।
এদিকে, আজ রোববার দুপরর পর্যন্ত চট্টগ্রাম জেলায় করোনা আক্রান্ত শনাক্তের মোট সংখ্যা দাঁড়ালো ২৫৪ জনে। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৬৪ জন।