চট্টগ্রামে ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালের ল্যাবে গত ২৪ ঘণ্টায় আরো ১২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এনিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১৯ জনে।
শনিবার (৯ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
এর মধ্যে নগরীর ১১ জন এবং সীতাকুণ্ড উপজেলার ১ জন রয়েছেন।
নতুন শনাক্তদের মধ্যে ৮ জন দামপাড়া পুলিশ লাইনের, ঈদগাঁ বড় পুকু্রের একজন, সীতাকুণ্ড উপজেলার কালুশাহ নগরের একজন, নেভি হাসপাতাল গেটের একজন এবং আইডি এইচ,আইসোলেশন ওর্য়াডে একজন। এছাড়া নোয়াখালীর ৩ জন বাসিন্দা
সিভিল সার্জন আরও জানান, চট্টগ্রামে এপর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩জন। মারা গেছেন ১৬ জন।