চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) থেকে ধার করে আনা আরটি পিসিআর মেশিনটি গত ৭ মে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (চমেক) মাইক্রোবায়োলজি ল্যাবে স্থাপন করা হয়।
শনিবার (৯ মে) ক্যালিব্রেশন শেষে চমেকে করোনার নমুনা পরীক্ষা শুরু হয়েছে বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শামীম হাসান।
তিনি বলেন, আমরা যে পরীক্ষা শুরু করেছি, এই তথ্যটা অনেকেই জানতো না। তাই তেমন কেউ নমুনা পাঠায়নি। নেভির এক ভদ্রলোক পারসোনালি (ব্যক্তিগতভাবে) আমাকে চেনেন বলে উনি ছয়টি নমুনা পাঠিয়েছেন। এ দিয়েই শুরু হয়েছে নমুনা পরীক্ষা।