চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন মুরাদনগর এলাকায় পাওনা টাকা চাইতে গিয়ে দিদারুল আলম প্রকাশ রিদোয়ান (৪৯) নামে এক ব্যক্তিকে খুন করেছেন একই থানা এলাকার মিন্টু (৩৭) নামের এক ব্যক্তি।
শুক্রবার (৮ মে) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রিদোয়ান ফতেয়াবাদ এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। নিহত রিদোয়ান পেশায় রিকশাচালক।
মিন্টু বায়েজিদ থানাধীন মিত্তা পাড়ার আব্দুস ছালামের বাড়ির মৃতু সাইদুর রহমানের পুত্র বলে জানান পুলিশ।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, রিদোয়ান নামে ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে থানায় যোগাযোগ করে খুনের বিষয় জানতে চাইলে বায়েজিদ থানার পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম বলেন, নিহত রিদোয়ান একজনের কাছ থেকে আড়াই হাজার টাকা পাওনা ছিলেন। সেই টাকা চাইতে গিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যপারে আমরা মিন্টু নামে একজনকে গ্রেপ্তার করেছি। তদন্ত করে আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।