চট্টগ্রামে ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালের ল্যাবে গত ২৪ ঘণ্টায় আরো ১৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এনিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০৯ জনে।
শুক্রবার (৮ মে ) রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম নগরীতে ৯ জন, চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ২ জন এবং বাকিরা চট্টগ্রামের বাইরে অন্য জেলার। নগরীর ৯ জনের মধ্যে চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর দ্বিতীয় বার পরীক্ষায় করোনা পজেটিভ এসেছে।
নতুন শনাক্তদের মধ্যে পটিয়া উপজেলার একজন, সাতকানিয়া উপজেলার মাদার্শাার একজন, নগরীর ইপিজেডের একজন, কদমতলীর একজন, অক্সিজেনের ( মুরাদনগর) একজন, চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে ( CFH) একজন, পার্ক ভিউ হাসপাতালে একজন, পাহাড়তলীর ( বাচা মিয়া রোড)একজন, হালিশহরের ২জন এবং দেওয়ানহাটের একজন বাসিন্দা রয়েছেন।