চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে (৭ মে) বৃহস্পতিবারের ৬১টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৪০ জনের। যা এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ সংখ্যক শনাক্ত হওয়া করোনা পজিটিভ রোগী।
শুক্রবার (৮ মে) এসব তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা সেখ ফজলে রাব্বি।
তিনি জানান, ৪০ জনের মধ্যে বিভিন্ন উপজেলার ১৪ জন, মহানগরীর ২৪ জন। কক্সবাজার ও খাগড়াছড়ির ২ জন। এছাড়াও কক্সবাজারে চট্টগ্রামের লোহাগাড়ার এক রোগী করোনা শনাক্ত হয়েছেন।
বিআইটিআইডির ল্যাবে ১৮ জনসহ বৃহস্পতিবার একদিনেই চট্টগ্রামে ৫৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। যা এ পর্যন্ত চট্টগ্রামে সর্বোচ্চ সংখ্যক করোনাভাইরাসে সংক্রমিত রোগী।
নতুন শনাক্তদের মধ্যে সাতকানিয়ার ৭ জন, সীতাকুণ্ডের ৫ জন, হাটহাজারীর ১ জন ও বোয়ালখালীর ১ রয়েছেন। এছাড়া চট্টগ্রাম মহানগর এলাকার মধ্যে সাগরিকা অলংকার এলাকার ১ জন, বহদ্দারহাটের ১ জন, হালিশহরের ৩ জন, কসমোপলিটন আবাসিকের ১ জন, আগ্রাবাদের ১ জন, মেহেদীবাগের ১ জন, বাকলিয়ার ৪ জন, নাসিরাবাদের ১ জন, মোগলটুলীর ১ জন, ইপিজেডের ২ জন, সরাইপাড়ার ১ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন (কক্সবাজারে এসি-ল্যান্ড) ১ জন, ফিরিঙ্গীবাজারের ১ জন, দামপাড়ার ১ জন, আইস ফ্যাক্টরী সড়কের ১ জন, মির্জাপুলের ১ জন, সদরঘাটের ১ জন, আম বাগান রেলওয়ে কলোনীর ১ জন, সাগরিকা কাজিরদীঘির ১ জন ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ১ জন (খাগড়াছড়ি জেলার মানিকছড়ির বাসিন্দা) রয়েছেন।
উপজেলার ১৪ জনের মধ্যে সাতকানিয়ার ৭ জন, সীতাকুণ্ডের ৫ জন, হাটহাজারীর ১ জন এবং বোয়ালখালীর ১ জন।
হাটহাজারীর মুনিয়া পুকুর এলাকার ৩২ বছরের নারী। বোয়ালখালীর কানুনগোপাড়া এলাকার ৬৮ বছরের পুরুষ।
সাতকানিয়া মির্জাখীল এলাকার ২২ বছরের নারী। সাতকানিয়া বাজালিয়া এলাকার ৩৮ বছরের পুরুষ। সাতকানিয়ার রামপুরা এলাকার ২৪ বছরের পুরুষ। সাতকানিয়া তুলাতুলির ৩৪ বছরের পুরুষ। সাতকানিয়া থানা এলাকার ৫৫ বছরের পুরুষ। সাতকানিয়ার পশ্চিম গাটিয়াডাঙা এলাকার ৩৫ বছরের পুরুষ। সাতকানিয়া লালন নগরের ৩২ বছরের পুরুষ। সাতকানিয়া দক্ষিণ ইদুলপুরের ৫৫ বছরের পুরুষ এবং অপরজন ২৪ বছরের পুরুষ।
সীতাকুণ্ড ভাটিয়ারী এলাকার ৪৫ বছরের পুরুষ। সীতাকুণ্ডের ৬৫ বছরের পুরুষ।