রাজধানীর রামপুরার উলন রোডের একটি ভবনে আগুন লাগার খবর পাওয়া গেছে। অগ্নিকাণ্ডের খবরটি নিশ্চিত করেন তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান রাজীব। তিনি জানান, রবিবার দিবাগত রাত ১টা ৩৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়।শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি।
অগ্নিকাণ্ডের শিকার ওই ভবনের কাছে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, আগুন বর্তমানে প্রায় নিয়ন্ত্রণের চলে এসেছে। ধারণা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই পুরোপুরি নিভে যাবে।
সিএনএন ক্রাইম