চট্টগ্রামে ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালের ল্যাবে গত ২৪ ঘণ্টায় আরো ১৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর সাগরিকার বাসিন্দা একজন মারা গেছেন।
বৃহস্পতিবার (৭ মে ) রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, আজ বিআইটিআইডিতে ১৯৮ টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ফলাফল পজিটিভ আসে ১৯ জনের। এর মধ্যে ১৮ জন চট্টগ্রামের, একজন নোয়াখালী জেলার। নতুন আক্রান্তদের মধ্যে ১৪ জন চট্টগ্রাম শহরের, বাকি চারজন বিভিন্ন উপজেলার।
আক্রান্তদের মধ্যে রয়েছেন আকবরশাহ এলাকার ১ জন, হালিশহর এলাকার ২ জন, লোহাগাড়ার ৩ জন, সাতকানিয়ার ১ জন, সাগরিকার ১ জন (মৃত), দক্ষিণ নালাপাড়ার ১ জন, এনায়েত বাজারের ২ জন, নগরীর ঈদগাহ এলাকার ২ জন, রাহাত্তারপুল এলাকার ১ জন, পাঁচলাইশ ১ জন, শুলকবহর ১ জন, কোতোয়ালী ১ জন, কর্ণেলহাট এলাকার ১ জন রয়েছেন।
এদিকে, আজ দুপুর পর্যন্ত চট্টগ্রাম জেলায় করোনা আক্রান্ত শনাক্তের মোট সংখ্যা দাঁড়ালো ১৫৪ জনে। তবে ঢাকা, রাজবাড়ি, কুমিল্লা ও কক্সবাজার থেকে করোনা পজিটিভ ৫ জন চট্টগ্রামে চিকিৎসাধীন থাকায় চট্টগ্রামে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৫ জনে। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে।