চট্টগ্রাম নগরীর কে সি দে রোড ও হাজারী লেইনে নকল হ্যান্ড স্যানিটাইজার, নকল সুরক্ষা পোশাক ও নকল হেক্সিসল বিক্রির দায়ে ৯ ফার্মেসিকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিক্রির উদ্দেশ্যে রাখা নকল সুরক্ষা সামগ্রী জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৭ মে) জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান সিএনএন ক্রাইম নিউজকে বলেন, যাদের জরিমানা করা হয়েছে তাদের মধ্যে অনেক অনিয়ম ধরা পড়ে। যার কারণে ৯ ফার্মেসিকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে।
তিনি আরও জানান, ৯টি ফার্মেসিতে অনুমোদনহীন ওষুধ বিক্রির প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও অর্থদণ্ডপ্রাপ্ত এসব ফার্মেসির কোনটি লাইসেন্স ছাড়া আবার কোনটি মেয়াদোত্তীর্ণ লাইসেন্স দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলো। আমাদের অভিযান চলমান থাকবে।