চট্টগ্রামের হাটহাজারিতে ত্রাণ নিয়ে কথা কাটাকাটির জেরে গড়দুয়ারা ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (৬ মে) বিকাল ৫টার দিকে চট্টগ্রামের হাটহাজারি উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত বখতিয়ার শিকদার (৪৮) গড়দুয়ারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি স্থানীয় মনির আহমদের ছেলে।
হাটহাজারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম সিএনএন ক্রাইম নিউজকে বলেন, হাটহাজারি উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের শিকদার মসজিদের পাশে ৩ থেকে ৪জন লোক চড়, লাথি, ঘুষি মেরে পিটিয়ে হত্যা করে ওই বখতিয়ার শিকদারকে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে।
হাটহাজারি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির জেরে একই এলাকার যুবক রানা ও মুন্নাসহ আরও ৩-৪ জনের কিল-ঘুষিতে আওয়ামীলীগ নেতা নিহত হয়েছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।