করোনাভাইরাসের সংক্রমণ রোধে সাধারণ মানুষের ঘরে থাকা নিশ্চিত করতে মাঠ পর্যায়ের সামনের সারিতে থাকা পুলিশে আক্রান্তের সংখ্যা বাড়ছেই।
বুধবার (৬ মে) পর্যন্ত সারাদেশে পুলিশে শনাক্ত হওয়া করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১৯০ জনে। এর মধ্যে ডিএমপির সদস্য ৫৭৬ জন।
বিশেষত ঢাকা মহানগরীতে কর্মরত পুলিশ সদস্যরাই বেশি করে আক্রান্ত হচ্ছেন। পুলিশের মোট আক্রান্তের মধ্যে অর্ধেকেরও বেশি ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত।
ইতোমধ্যে ৮৫ জন পুলিশ সদস্য সুস্থ হয়েছেন। কোয়ারেন্টিনে আছেন ১ হাজার ২৬০ জন এবং আইসোলেশনে আছেন আরও ১০৮৯ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন পুলিশ সদস্য।
পুলিশ সদর দপ্তরের দায়িত্বশীল সূত্র থেকে এসব তথ্য জানা গেছে।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) সোহেল রানা বলেন, করোনার সংক্রমণ থেকে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে পুলিশের দুই লক্ষাধিক সদস্য মাঠে দায়িত্ব পালন করছেন। এটা করতে গিয়েই অনেক সদস্য আক্রান্ত হচ্ছেন।