দক্ষিণ চট্টগ্রামের মইজ্জারটেক এলাকা থেকে ৮০ হাজার ইয়াবা নিয়ে পুলিশে হাতে আটক হয়েছেন সাবেক সেনাসদস্যসহ দুই জন। ইয়াবা পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) রাত ৯টার দিকে কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ১১ পদাতিক ডিভিশনের সাবেক ল্যান্স কর্পোরাল মো. আশরাফুজ্জামান (৩০) ও গাড়ি চালক রাসেল রানা (৩৫)। তাদের বাড়ি রাজবাড়ি জেলার পাংশা থানায়।
নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (বন্দর) আরেফিন জুয়েল জানান, কক্সবাজার থেকে আসার সময় মইজ্জারটেক এলাকায় গাড়ি থামিয়ে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তাদেরকে আটক করে গাড়িটি জব্দ করা হয়েছে।