চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডিতে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা শেষে নতুন করে চট্টগ্রামের আরও ৬ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছ। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ১১৬ জন।
মঙ্গলবার (৫ মে) রাতে ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা শেষে এই তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, বিআইটিআইডিতে ২৩৯ জনের নমুনা পরীক্ষায় চট্টগ্রামের ৭জনের করোনা পজেটিভ এসেছে। এর মধ্যে একজন চিকিৎসাধীন করোনা আক্রান্ত রোগী রয়েছেন, যার দেহে বর্তমানে করোনাভাইরাসের উপস্থিতি আছে কিনা তা নিশ্চিত হতে দ্বিতীয় বার করোনা পরীক্ষা করা হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে কাটগড় পতেঙ্গা, দামপাড়া, নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকা, নন্দকানন, সেনা হাসপাতালে ১ জন করে নগরীর মোট ৫ জন। এছাড়া লোহাগাড়া উপজেলায় নতুন করে আরও ১জন করোনা রোগী শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালেও করোনায় আক্রান্ত ১ জন চিকিৎসাধীন রয়েছেন।