করোনার সংক্রমণ এখন উর্ধ্বমুখী, তাই এই মুহূর্তে লকডাউন তুলে দেওয়া বিপজ্জনক বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৫ মে ) দুপুরে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সব মন্তব্য করেন।
তিনি আরও বলেন, করোনা মোকাবেলায় সরকার ব্যর্থ হয়েছে। দাম্ভিকতা ছাড়া তাদের আর কিছুই নেই। সরকারের স্বচ্ছতা, দুরদর্শিতা ও জবাবদিহিতার অভাবে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়ায় করোনা পরিস্থিতি প্রকোট আকার ধারণ করছে।
মির্জা ফখরুল বলেন, জবাবদিহিতা না থাকার কারণে সরকার শাট ডাউন তুলে নিয়ে দেশকে এক ভয়ঙ্কর পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে।
বিশেষজ্ঞ দলের পরামর্শের উদ্বৃতি দিয়ে বিএনপি মহাসচিব বলেন, এই মুহূর্তে কলকারাখান খুলে দেওয়া কিংবা লকডাউন তুলে নেওয়া, গণপরিবহন চালু করা খুবই বিপদজ্জনক।
ক্ষুধার্ত ও নিম্ম আয়ের শ্রমজীবীদের খাদ্য নিশ্চিতে ৩ মাস বিশেষ বরাদ্দ দেয়ার পাশাপাশি কৃষি ঋণ মওকুফের আহবান জানান বিএনপি মহাসচিব।
জনগনের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে দেশের অর্থনীতির চাকা সচল করার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।