করোনা ত্রাসে অদম্য মাদক কারবারি। যে কোনভাবেই চালিয়ে যেতে চায় অবৈধ হিসেব-নিকেশ। আইন শৃংখলা বাহিনীও বসে নেই। চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন শাহ আমানত সংযোগ সড়ক থেকে ২৪ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্তণ অধিদপ্তর।
সোমবার ৪ মে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো- মো.আয়ার (২১)। সে কক্সবাজারের বাহারছড়া এলাকার বাসিন্দা।
বিষয়টি সিএনএন ক্রাইম নিউজকে নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক লোকাশিস চাকমা।
লোকাশিস চাকমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. আয়ারকে ২৪ হাজার পিস ইয়াবা পিসসহ গ্রেফতার করা হয়। সে একজন পেশাদার ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।