চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডিতে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা শেষে নতুন করে চট্টগ্রামের আরও ১৬ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছ। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ১১০ জন।
সোমবার (৪ মে) রাতে ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা শেষে এই তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
পজেটিভ আসা ১৬ জনের মধ্যে ১২ জন চট্টগ্রাম নগরের, বাকি ৪ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার।
সিভিল সার্জন আরও জানান, বিআইটিআইডিতে ২৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২২ জনের করোনা পজেটিভ। তারমধ্যে চট্টগ্রামের ১৬ জন। চট্টগ্রামের বাইরে অন্যান্য জেলায় ৬ জন।
আক্রান্তরা হলেন, নগরীর দামপাড়া পুলিশ লাইনের ২ জন, এনায়েত বাজারে ২জন, হালিশহর বন্দর এলাকায় ২ জন, পাহাড়তলীতে ২জন, আকবরশাহতে ১জন, উত্তর কাট্টলীতে ১জন, বড় কুমিরায় ১, বিআইটিআইডি ১জন, চট্টগ্রাম সেনা হাসপাতালে ১ জন। এছাড়া চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ১জন, বাঁশখালী উপজেলায় ১ জন এবং পটিয়া উপজেলায় ১ জন রয়েছেন।
তবে সিভিল সার্জনের হাতে এখন পর্যন্ত বিআইটিআইডি থেকে রিপোর্ট এসে না পৌঁছায় তিনি ১৬ জন পজেটিভের মধ্যে ক’জন পুরাতন রোগী তা জানাতে পারেননি।