পবিত্র এ রমজান মাসে ইফতার সামগ্রী নিয়ে বুড়িশ্চরবাসীর পাশে দাড়াঁলেন আলহাজ্ব জহির আহম্মদ কোম্পানি ফাউন্ডেশন। ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এবং ব্যক্তিগত অর্থায়নে অসহায় এক হাজার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার (১-৩ মে) এ সব ইফতার সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেয়া হয়।
নভেল করোনাভাইরাস সংক্রমন রোধে বাংলাদেশও বিভিন্ন জেলা উপজেলা লকডাউনের আওতায় এনেছে সরকার। যার ফলে থমকে গেছে জনজীবন। বন্ধ হয়ে গেছে সাধারণ মানুষের আয়ের উৎস। এই দুর্যোগময় সময়ে খেটে খাওয়া নিম্মবিত্ত অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন সমাজসেবক ১৫ নং বুড়িশ্চর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং জহির আহম্মদ কোম্পানি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ রফিক।
তিনি নিজ ইউনিয়নবাসীর মাঝে জহির আহম্মদ কোম্পানি ফাউন্ডেশনের উদ্যোগে প্রথম দফায় বারশ (১২০০) এবং দ্বিতীয় দফায় এক হাজার (১০০০) পরিবারের অধিক নিম্নবিত্ত ঘর বন্দি অসহায় পরিবারকে ইফতার সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেন।
নির্দলীয় এ চেয়ারম্যান মানবতার ফেরিওয়ালা বলে জানান এলাকাবাসী। জহির আহম্মদ কোম্পানি ফাউন্ডেশন দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত। অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন সবসময়।
এছাড়াও প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে সহযোগিতা করে যাচ্ছেন জহির আহম্মদ কোম্পানি ফাউন্ডেশন। ভবিষ্যতে এভাবে যেনো সকলের পাশে দাঁড়াতে পারেন তার জন্য তিনি সবার কাছে নিজ পরিবারের জন্য দোয়া কামনা করেছেন এবং এই দুর্যোগময় মুহূর্তে সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান চেয়ারম্যান মোহাম্মদ রফিক।