রাজধানীর মিরপুর থেকে তানিয়া (১৯) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারী পোশাক শ্রমিক বলে জানা গেছে।
রবিবার (৩ মে) বিকেলে মরদেহ উদ্ধার করা হয়।
মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ভয়েস অফ এশিয়াকে জানান, তানিয়া পরিবারের সঙ্গে মিরপুর দক্ষিণ পীরেরবাগ এলাকার একটি টিনশেড বাড়িতে ভাড়া থাকতেন। তিনি ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন এমন খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন পুলিশ।
নিহত তানিয়ার পরিবারের বরাত এসআই শফিকুল আরও জানান, তানিয়ার এক বছর আগে বিয়ে হয়েছিল। পরে ১৫ দিন সংসার করার পরে তাদের মধ্যে ডির্ভোস হয়ে যায়। এরপর থেকে তানিয়া মানসিকভাবে বিপর্যস্ত ছিল। ধারণা করা হচ্ছে এ কারণেই তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।