ঢাকা গুলশানের প্রগতি সরণিতে দুই নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। দুই কন্যাশিশুর দেহ পলিথিনে মোড়ানো ছিল।
রবিবার (৩ মে ) বেলা পৌনে একটায় খবর পেয়ে গুলশান থানার উপ-পরিদর্শক মো. বেলাল হোসেন মৃতদেহ দুটি উদ্ধার করেন। এরপর তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যান।
এসআই বেলাল সিএনএন ক্রাইম নিউজকে বলেন, কে বা কারা প্রগতি সরণির কোকা–কোলা এলাকার রাস্তায় পলিথিনের ব্যাগে মুড়িয়ে এই দুই নবজাতকের মৃতদেহ ফেলে রেখে যায়।
ধারণা করা হচ্ছে, নবজাতক দুটি যমজ হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।