দেশের দ্বিতীয় বৃহত্তম বন্দ নগরী চট্টগ্রামে করোনায় আক্রান্ত রোগীদের জন্য ১৮ শয্যার আইসিইউ চালু করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
রবিবার (৩ মে) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে স্ট্যাটাস দিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
আমাদের দেশের বাস্তবতায় মহামারী পরিস্থিতি দাঁড়ালে এত আইসিইউ সাপোর্ট সরকারিভাবে দেয়া যাবে কি না, এটি নিয়ে অনেক আলোচনা ছিলো। কিন্তু দ্রুততম সময়ের মধ্যেই দেশে সরকারি ভাবেই একটি গণস্বাস্থ্য ব্যবস্থাপনায় এই অবকাঠামো দাঁড়িয়ে গেছে। এখন এই রোগীদের মধ্যে যাদের বেশি কঠিন অবস্থা দাঁড়াবে তাদের জন্য আইসিইউ সাপোর্টের মোটামুটি ব্যবস্থা আছে।
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক গৃহীত ব্যবস্থাগুলো আজ সর্বত্র অনুকরণীয় বলে প্রশংসা পেয়েছে বহির্বিশ্বে। এই কোভিড-১৯ কে সঙ্গে নিয়েই আমাদের আগামী দিনগুলোতে অর্থনীতির চাকা সচল রাখতে হবে। এটি একেবারে নির্মূল হয়ে যাবে কিছুদিনের মধ্যেই এমন আশা আমরা করতে পারি না।
কিন্তু আমাদের স্বাস্থ্যবিধি মেনে, নিরাপদ দূরত্ব, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে, আমাদের আবারও স্বাভাবিক জীবনের প্রস্তুতি নিতে হবে। আমরা পারবো, আমাদের সেই নেতৃত্ব আছেন, সেই মানসিকতা আছে।