নভেল করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে হুমকির মুখে বিশ্ব অর্থনীতি। অনেকটা থমকে গেছে খেটে খাওয়া মানুষের জীবনযাত্রাও। এ অবস্থায় কর্মহীন হয়ে পড়েছেন খেটে খাওয়া মানুষ। হাটহাজারির গন মানুষের নেতা আলহাজ্ব ইউনুছ গনি চৌধুরীর আহ্বানে সাড়া দিয়ে উত্তর জেলা যুবলীগ নেতা শাহজাহান মুরাদ রুমেল বুড়িশ্চরে হত দরিদ্রের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন।
শনিবার (২ মে ) বুড়িশ্চর উসমানিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ৭ ও ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
যুবলীগ নেতা শাহজাহান মুরাদ সিএনএন ক্রাইম নিউজকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই গণমানুষের পাশে দাঁড়াতে চেষ্টা অব্যাহত রেখেছি। দেশের করোনা ভাইরাসের সংকটময় মুহূর্তে আমাদের অভিভাবক আলহাজ্ব ইউনুছ গনি চৌধুরীর আহ্বানে সাড়া দিয়ে আমি আমার সাধ্য অনুয়ায়ী খাদ্য সহায়তার উদ্যোগ নিয়েছি। পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী আমার এ সহযোগিতা অব্যাহত থাকবে (ইনশাল্লাহ)।
কাজ না থাকায় খাবার সংকটে পড়েছে হতদরিদ্ররা, আজ বুড়িশ্চর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের যৌথ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় বলে জানান শাহজাহান মুরাদ রুমেল।
যুবলীগ নেতা রুমেল আরও বলেন, আমরা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গকন্যা শেখ হাসিনার নির্দেশে যার যার অবস্থান থেকে আশেপাশের মানুষের খোঁজ খবর নিয়ে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি খাদ্য সামগ্রীসহ নিত্য-প্রয়োজনীয় দ্রব্যাদি। আমার নেতা ইউনুছ গণি চৌধূরীর সু-নিপূন পরিচালনায় আমরা ছুটে যাচ্ছি ঘর থেকে ঘরে। যারা কষ্ঠে দিনাতিপাত করছেন তাদের পাশে দাড়াচ্ছি।
সাবেক হাটহাজারি আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আ.স.ম রফিক মাস্টার সিএনএন ক্রাইম নিউজকে বলেন, দেশের সকল দুর্যোগকালীন সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ তার ভূমিকা রেখেছে। করোনা সংকটের শুরু থেকেই আমরা একেবারে তৃণমূল পর্যায়ের প্রান্তিক মানুষদের সচেতন করার চেষ্টা করেছি এবং পাশাপাশি যথাসাধ্য অনুযায়ী প্রান্তিক মানুষের পাশে থাকার চেষ্ঠা করছি। মাননীয় প্রধানমন্ত্রীর ভালোবাসার উপহার ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি।
এসময় আরও উপস্থিত ছিলেন-সাবেক ইউনিয়ন নতা এস এম ফারুক, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. কামাল, আজগর হোসেন, আবদুর রহমান, জামশেদ আলম চৌধুরী, বাদশা মিয়া, রোকন উদ্দিন টিটু, ইফতেখার হোসেন ইমু, মোরশদ আলম, সোহান, আবদুল হাকিম, মো.ইউছুপ প্রমুখ।