করোনাভাইরাসে আক্রান্তের তালিকায় এবার জনপ্রতিনিধি যুক্ত হলেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার।
শুক্রবার (১ মে) রাতে জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমীন চৌধুরী তার আক্রান্তের বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা জানতে পেরেছি যে, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এদিকে সরকারদলীয় হুইপ আতিউর রহমান আতিক জানান, শুক্রবার (০১ মে ) শহীদুজ্জামান সরকারের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
আক্রান্ত শহীদুজ্জামান সরকার নওগাঁ-২ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য। ৬৫ বছর বয়সী শহীদুজ্জামান সরকার বর্তমানে সংসদ সদস্য ভবনে (ন্যাম ফ্ল্যাট) বরাদ্দ পাওয়া ফ্লাটে আছেন। উল্লেখ্য, শহীদুজ্জামান সরকার ডায়াবেটিসে আক্রান্ত।
সাবেক হুইপ শহীদুজ্জামান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।
বাংলাদেশে মার্চ থেকে করোনা আক্রান্ত শুরু হওয়া পর এই প্রথম কোনো সংসদ সদস্য করোনায় আক্রান্ত হলেন।