চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
চট্টগ্রাম বিআইটিআইডি তে ১১৩ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রামে ৪ জন ও ফেনীতে ১জনের শরীরে করোনা শনাক্ত হয়। নগরীর শনাক্ত হওয়াদের মধ্যে কালু শাহ নগরে ১ জন ,ইপিজেডে ১জন, দামপাড়া পুলিশ লাইনে ১ জন, নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে এক জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
অপর দিকে চট্রগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি তে ৯৯টি নমুনা৷ পরীক্ষা করা হয়। এর মধ্যে লক্ষীপুরে ৬ জন ও নোয়াখালীতে ৩ জনের করোনা শনাক্ত হয়।