প্রাণঘাতী নোভেল করোনা ভাইরাসের (কোভিড-১৯) পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ-ভারত একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিকেল ৫ টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কোভিড-১৯ মহামারিতে সৃষ্ট পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে প্রায় ১২ মিনিট কথা বলেন দুই নেতা। শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে নববর্ষ ও রমজানের শুভেচ্ছাও জানান মোদি।
শেখ হাসিনা বলেন, জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন সংস্থা এরইমধ্যে এ সংকট দীর্ঘায়িত হওয়ার বার্তা দিয়েছে। এমন অবস্থায় আঞ্চলিক ও প্রতিবেশি রাষ্ট্রগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
কোভিড-১৯ মোকাবিলায় সার্ক ভিডিও কনফারেন্সের সিদ্ধান্তগুলো বাস্তবায়নের ব্যাপারেও একমত হন তারা। এছাড়া রমজান ও পহেলা বৈশাখ উপলক্ষে বাংলাদেশি ও ভারতীয় জনগণকে পারস্পারিক শুভেচ্ছা জানান দুই প্রধানমন্ত্রী।
কোভিড-১৯ মহামারি মোকাবিলায় বাংলাদেশে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোর জন্য নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রেস সচিব বলেন, করোনা ভাইরাস মহামারি সংক্রমণ প্রতিরোধ এবং এ মহামারিতে সম্ভাব্য খাদ্য সঙ্কট মোকাবিলায় খাদ্য উৎপাদন বাড়াতে নিজ নিজ সরকারের নেওয়া উদ্যোগগুলো তুলে ধরেন দুই প্রধানমন্ত্রী।
জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নরেন্দ্র মোদি।