স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী চট্টগ্রাম মহানগরীতে ৭ জন, মিরসরাই উপজেলায় ১ জন, সাতকানিয়া উপজেলায় ২ জন ও বোয়ালখালী উপজেলায় ১ জন নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া চট্টগ্রাম জেলার বাইরে ১ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
চট্টগ্রামে সোমবার (২৭ এপ্রিল) ১০০টি নমুনা পরীক্ষায় ১১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে চট্টগ্রামের সাতকানিয়ার ২ জন, মহানগরে ৭ জন, বোয়ালখালীতে ১ জন ও মিরসরাই এ ১ জন রোগী পাওয়া গেছে। এছাড়াও এই ১১ জনের বাইরে আরেকজন লক্ষীপুর জেলার।
মহানগরীর ৭ জনের মধ্যে র্যাব-৭ এর উপ-পরিদর্শক ১ জন (৪৫), চমেক হাসপাতালের চিকিৎসক ১ জন (৪৪), আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের স্টাফ ১জন (৬৫), দক্ষিণ হালিশহরের ১জন (৪৮), মিলিটারি একাডেমীর ১জন (৬৯), দামপাড়া পুলিশ লাইনের ১জন (৩৮) এবং পাহাড়তলীর ১জন (৭০)।
এর মধ্যে চট্টগ্রাম জেলায় শনাক্ত হয়েছেন মোট ৬৪; শনাক্ত অন্যরা চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার। এ ছাড়া চট্টগ্রামে শনাক্ত করোনা রোগীদের মধ্যে পাঁচজন ইতোমধ্যে মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ১২ জন।
চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য অনুয়ায়ী, চট্টগ্রামে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় ৩ এপ্রিল।
কোনপথে চট্টগ্রাম, এ কিসের ইংগিত!