নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৩৭ কেজি গাঁজা এবং নগদ ৫৯ হাজার টাকাসহ চারজন নারী ও একজন পুরুষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-২। রবিবার বিকেলে উপজেলা ব্রাহ্মদী ইউনিয়নের ব্রাহ্মদী এলাকায় এ অভিযানে তাদের আটক ও মাদক উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- হাসেন (৫৫), তার স্ত্রী শেলিনা (৪৫), মাজেদা (৪৩), নিলুফা (৩৭) ও লাইলী বেগম (৪২)। হাসেন ব্রাহ্মন্দী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, গোপনে খবর পেয়ে র্যাব-২ ব্রাহ্মদী এলাকার হাসেনের নতুন ও পুরাতন বাড়িতে অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন সুবেদার কাজী আজাদ। পরে ওই ব্যক্তিদের আটক ও মাদক উদ্ধার করা হয়।