করোনাভাইরাস সারা দেশেই ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের চার জেলা বাদে ৬০ টি জেলাতেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
রাঙামাটি, খাগড়াছড়ি, ঝিনাইদহ, সাতক্ষীরা ছাড়া বাকি ৬০ টি জেলায় করোনা ছড়িয়ে পড়েছে।
বাংলাদেশে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১৪৫ জন। আক্রান্ত মোট ৫৪১৬ জন, চিকিৎসাধীন আছেন ৫২৪৯ জন, কোয়ারেন্টাইনে আছেন ৪২৫২৯ জন, সুস্থ হয়েছেন ১২২জন।
ডিসেম্বরে চীনে করোনা ভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় ৮ মার্চ। ওইদিন তিনজন করোনা ভাইরাসের রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা অনেকটাই সমান্তরাল ছিল। কিন্তু এরপর থেকে হুট করেই বাড়তে থাকে রোগীর সংখ্যা।
তবে ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য মার্চেই ব্যবস্থা নেয় সরকার। বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি-বেসরকারি অফিস। পরিস্থিতি না বদলালে সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের আশংকা করছেন প্রধানমন্ত্রী