ঢাকার আজগর আলী হাসপাতালে ১০ দিন চিকিৎসা শেষে হাটহাজারী মাদরাসায় ফিরেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফি।
রবিবার (২৬ এপ্রিল) দুপুর ১টা ৪০মিনিটে হেলিকপ্টারযোগে তিনি চট্টগ্রামের হাটহাজারীতে পৌঁছান।
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মাইনু্দ্দীন রুহী সিএনএন ক্রাইম নিউকে বলেন, চিকিৎসা শেষে হাটহাজারী মাদরাসায় ফিরেছেন শফি হুজুর। এখন অনেকটা সুস্থ আছেন তিনি। সবার সঙ্গে কথা বলছেন, খোঁজ খবরও নিচ্ছেন।
এর আগে গত মঙ্গলবার (১৬ এপ্রিল) উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম থেকে তাকে ঢাকার গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।