চট্টগ্রামে নতুন করে আরও দুইজনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আক্রান্ত বেড়ে দাড়ালো ৪৬ জনে।
শনিবার (২৫ এপ্রিল) রাতে ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা শেষে এই তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
তিনি জানান, বিআইটিআইডিতে ১৮৩ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রামের দুইজনের দেহে করোনা ধরা পড়েছে। একজনের বাসা নগরীর আগ্রাবাদ শান্তিবাগ আবাসিক এলাকায়, আরেকজনের বাসা হালিশহর নয়াবাজার এলাকায়।