চট্টগ্রামের কর্ণফুলী উপজোলায় দুই পরিবারের বিরোধ মীমাংসার বৈঠকে ছুরিকাঘাতে একজনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
শনিবার (২৫ এপ্রিল) কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের কুইদ্দারটেক বানুর বাপের বাড়িতে এ ঘটনা ঘটেছে।
মৃত আরিফুল ইসলাম দোভাষ (২১) ওই এলাকার জনৈক আমজাদ হোসেনের ছেলে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন সিএনএন ক্রাইম নিউজকে জানান, আরিফুল ইসলামের পরিবারের সঙ্গে প্রতিবেশী আরেক পরিবারের ঝগড়া ছিল। গত ২২ এপ্রিল একটি চুরির বিষয় নিয়ে বিরোধ বাড়ে। শনিবার দুই পরিবার বিরোধ মীমাংসার বৈঠকে বসে।
সেখানে প্রতিবেশী কায়সারের সঙ্গে আরিফের ঝগড়া শুরু হয়। একপর্যায়ে আরিফকে ছুরিকাঘাত করে কায়সার। আরিফ ঘটনাস্থলে মারা যান।
ঘটনার পর কায়সার পালিয়ে গেলেও ওই বৈঠকে থাকা তার ভগ্নিপতিকে আটকের কথা জানিয়েছেন ওসি।