টাঙ্গাইল জেলার গোপালপুর-ভূয়াপুরের সাবেক সংসদ সদস্য ও মুজিবনগর সরকারের অর্থসচিব খন্দকার আসাদুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, দেশের মহান মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামগুলোতে খন্দকার আসাদুজ্জামানের ভূমিকা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বর্ষীয়ান এ নেতার মৃত্যুতে জাতি এক ত্যাগী নেতাকে হারালো।
বিবৃতিতে প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
দীর্ঘদিন হৃদরোগে ভুগে শনিবার (২৫ এপ্রিল) বিকাল সোয়া ৪টার দিকে ঢাকায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খন্দকার আসাদুজ্জামান। তার বয়স হয়েছিল ৮৫ বছর।