গাজীপুরের শ্রীপুর উপজেলার আবদার এলাকায় ফ্ল্যাট বাড়ির দ্বিতীয় তলায় মাসহ একই পরিবারের চারজনের গলাকাটা লাশ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে ৫ টার দিকে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন স্মৃতি আক্তার ফাতেমা (৪০), তাঁর মেয়ে নূরা আক্তার (১৫), শাওরিন আক্তার (১২) ও ছেলে ফাদিল (৫)।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য হাসান বাচ্চু ও স্বজনদের কাছ থেকে জানা যায়, স্মৃতি আক্তার পার্শ্ববর্তী ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার গোড়াবাড়ি গ্রামের মো. কাজলের স্ত্রী। কাজল প্রায় ২০ বছর ধরে মালয়েশিয়া প্রবাসী। শ্রীপুর উপজেলার আবদার গ্রামে জমি কিনে বাড়ি করেছিলেন কাজল। তাঁর পরিবারের সদস্যরা সেই বাড়ির দ্বিতীয় তলায় বসবাস করছিলেন। বৃহস্পতিবার দুপুরে বাড়ির ভেতর গলাকাটা রক্তাক্ত তাদের চার জনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
স্বজনদের কাছ থেকে আরও জানা যায়, বড় মেয়ে নুরা আক্তার স্থানীয় এইচ এ কে একাডেমিতে দশম শ্রেণির ছাত্রী ছিল। শাওরিন পাশের ব্রাইট ক্যাডেট মাদ্রাসায় পড়ত। ফাদিল স্থানীয় আবদুল করিম একাডেমিতে নার্সারির ছাত্র ছিল।
এ ব্যপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী সিএনএন ক্রাইম নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, তেলিহাটী ইউনিয়নের আবদার এলাকায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে কে বা কারা। নিহতরা সম্পর্কে মা, ছেলে ও মেয়ে। বুধবার (২২ এপ্রিল) রাতে যেকোনো সময় এই হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহগুলো মর্গে পাঠানো হবে। কেন বা কীভাবে এ ঘটনা ঘটেছে, তা জানতে অনুসন্ধান চলছে।