চট্টগ্রামে বাাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) গত ২৪ ঘণ্টায় আরও ৩ জন করোনা রোগী শনাক্ত করেছে। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত সংখ্যা দাড়িঁয়েছে ৪৩ জন।
বুধবার (২২ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।
নতুন আক্রান্ত রোগীদের মধ্যে নগরীর লালখান বাজারে ১জন, বালুছড়া এলাকায় ১জন ও উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ১জন সহ মোট ৩জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এছাড়া চট্টগ্রামের বাইরে লক্ষীপুর জেলায় আরও ১জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি)-তে করোনাভাইরাস (কোভিড-১৯) ১ শত ৬৫ জনের নমুনা পরীক্ষায় মোট ৪ জনের পজেটিভ রিপোর্ট এসেছে।
শনাক্ত হওয়া তিনজনের মধ্যে একজন নগরীর খুলশী থানাধীন লালখান বাজারের বাসিন্দা, তার বয়স ৪২ বছর। অপরজন বালুছড়ার ৪২ বছর বয়সী বাসিন্দা। ফটিকছড়ির ২৯ বছর বয়সী করোনা রোগী পেশায় একজন চিকিৎসক। এছাড়া লক্ষ্মীপুরের শনাক্ত হওয়া রোগী ৩২ বছর বয়সী যুবক।
এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৪৩ জন। এদের মধ্যে থেকে ৭ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন, ৫ জন মারা গেছেন।