করোনাভাইরাসের এই মহামারির সময় চট্টগ্রামে ফ্ল্যাট ভাড়া দিতে বিলম্ব হওয়ায় ভাড়াটিয়াদের পানির সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ২৩নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জাবেদ।
মঙ্গলবার (২১ এপ্রিল ) রাতে নগরীর চৌমুহনী জাবেদ টাওয়ারে এই সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। জাবেদ মহানগর আওয়ামী লীগের সদস্য।
জাবেদ টাওয়ারের বসবাসকারীরা ক্ষোভ প্রকাশ করে জানান, তাঁরা প্রতি মাসের শুরুতেই ফ্ল্যাট ভাড়া পরিশোধ করে আসছেন। কিন্তু গত মাসে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর লকডাউনের কারণে তাঁরা আর্থিক সমস্যা আছেন, অনেকে অনাহারে আছেন। কিন্তু এই সমস্যার কথা তাঁরা কাউকে বলতেও পারছেন না। ফ্ল্যাট ভাড়া সময়মতো পরিশোধ করতে না পারায় বাড়ির ব্যবস্থাপক তাঁদের কটূকথা বলতেও ছাড়েন না। ভাড়া দিতে দেরি হওয়ায় পানির সংযোগ কেটে দেওয়া অমানবিক।
এ ব্যাপারে বক্তব্য জানতে সিটি করপোরেশনের কাউন্সিলর মো. জাবেদকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন কেটে দেন।
জাবেদ টাওয়ারের ব্যবস্থাপক মো. ইউসুফ জানান, গত মাস থেকে ফ্ল্যাটের বাসিন্দাদের মধ্যে কয়েকজন ভাড়া পরিশোধ না করায় কাউন্সিলর তাঁকে গালাগাল করেন। এর পর তিনি পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেন। সংযোগ বিচ্ছিন্ন করার পর কয়েকজন ভাড়া পরিশোধ করেছেন। এ ভবনে প্রায় ২৫টি পরিবার বাস করেন।
এ বিষয়ে সহকারী পুলিশ কমিশনার শ্রীমা চাকমা জাবেদ টাওয়ারের বসবাসকারীদের ডবলমুরিং থানায় এসে যোগাযোগ করার পরামর্শ দেন।