মানুষ মানুষের জন্য। এটাই বিশ্ব মানবিকতার ধর্ম। লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মৃত্যুর মিছিলে সামিল হয়েছে বাংলাদেশ। দেশের এ ক্রান্তি লগ্নে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী এবং মৃত ব্যক্তিদের মরদেহবাহী অ্যাম্বুলেন্সের ফ্রি সার্ভিস ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা টেলি হেলথ কল সেন্টার উদ্বোধন করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র খেলার মাঠে এই সেবার উদ্বোধন করেন সংগঠনটির সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।
উদ্বোধনী আয়োজনে সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহবলেন, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের হাসপাতালে আনা- নেওয়া এবং মৃত ব্যক্তির লাশ বাড়িতে পৌঁছে দেবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। ৪০ জন ডাক্তার দ্বারা রাজধানীর ১০টি পয়েন্ট থেকে এই সার্ভিস ২৪ ঘণ্টা পরিচালিত হবে।
তিনি আরও বলেন, বুধবার থেকেই এই সেবাটি চালু হবে। এতে যথেষ্ট পরিমাণ অ্যাম্বুলেন্সের সরবরাহ রয়েছে। এছাড়া এর মধ্যে একটি লাশবাহী অ্যাম্বুলেন্সও সেবায় নিয়োজিত থাকবে। আর জনসাধারণের স্বাস্থ্য সেবায় টেলি হেলথ সেন্টারের হটলাইনে ‘09611999777’ সেবা চালু রয়েছে সবসময়।
এ সময় কেন্দ্রীয় এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।