ফের এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে গোটাবিশ্ব। রাতের মেঘমুক্ত আকাশে অনেক সময় নক্ষত্রের মত ছোট উজ্জল বস্তু পৃথিবীর দিকে ছুটে আসতে দেখা যায়। এই ঘটনাকে বলা হয় উল্কাবৃষ্টি। মহাজাগতিক নানা বিস্ময়কর ঘটনার মধ্যে উল্কাবৃষ্টি অন্যতম। করোনার এই প্রকোপের সময় বিশ্ববাসী সেই বিস্ময় ঘটনার সাক্ষী হতে চলেছেন।
বুধবার (২২ এপ্রিল) বাংলার আকাশে দেখা যাবে উল্কা বৃষ্টি। ২২ এপ্রিল রাত থেকে ২৩ এপ্রিল ভোর পর্যন্ত চলবে এ বৃষ্টি। নানা জ্যোতির্বিজ্ঞান সূত্রে এ তথ্য জানা গেছে।
আকাশ পরিষ্কার থাকলে এবারের উল্কা বৃষ্টি দেখা যাবে বাংলাদেশ থেকেও। আজ রাত সাড়ে আটটা থেকেই শুরু হয়ে যাবে উল্কাপাত। তবে রাত যত বাড়বে উল্কা দর্শন আরও পরিষ্কার হবে। বুধবার মধ্যরাত্রেই উল্কা বৃষ্টি সবচেয়ে বেশি দেখতে পারবেন মানুষ।
সাধারণত মহাকাশে বিভিন্ন ধুমকেতুর ধ্বংসাবশেষ থেকে উল্কা বৃষ্টির সৃষ্টি হয়।
পৃথিবীর কাছাকাছি কোনও ধুমকেতুর ধ্বংসাবশেষ থাকলে তা অভিকর্ষজ বলের প্রভাবে পৃথিবীর দিকে ধেয়ে আসে। আর এরা এতো বেগ নিয়ে আসে যে, তা উত্তপ্ত হয়ে পৃথিবী পৃষ্ঠে পতিত হওয়ার আগেই ছাই হয়ে মিলিয়ে যায়।