সংসদ সদস্য তো দূরের কথা, অনেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সঙ্গেই এদেশের মানুষের দূরত্ব যোজন যোজন। যিনি যখনই নির্বাচিত হন, ক্ষমতায় আসীন হয়েই ভুলে যান ভোটারদের অবদান। এটা নতুন নয়, নিত্য ঘটনা। দিন দিন তাই মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে নেতাদের কাছ থেকে। তবে ব্যতিক্রম চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকী।
প্রধানমন্ত্রীর ৩১ দফা নির্দেশনা বাস্তবায়নে ইউনিয়নবাসীর পাশে রাত দিন হাটহাজারি উপজেলার শিকারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর সিদ্দিকী।
সোশ্যাল মিডিয়ায় (ফেসবুকে) তার কর্মের স্থিরচিত্র দেখে কেউ কেউ মন্তব্য করেন লোক দেখানো! কিংবা অনেকের কাছে হাসির খোরাক। নিন্দুকের নিন্দায় কি আসে যায়। লক্ষ্য যদি হয় স্থির অদম্য যাত্রা রুখে সাধ্য কার।
করোনায় বাংলাদেশ আক্রান্ত হওয়ার শুরু থেকে মাঠে ময়দানে, এপাড়া-ওপাড়া, এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে ছুঠে যাচ্ছেন বক্কর সিদ্দীকি। লক্ষ্য একমাত্র প্রিয় ইউনিয়নবাসীকে করোনামুক্ত রাখা। সবসময় সচেতনতা মুলক পোস্ট দিয়েই যাচ্ছেন ফেসবুকে। যখন যে সিদ্ধান্ত আসছে নিমিষেই পৌঁছে দিচ্ছেন জনগনের দৌড়ঁগোড়ায়। আবার কখনও মাইক্রোফোন হাতে নিয়ে পাবলিসিটি করছেন নিজেই।
এলাকায় নেতা-কর্মীদের তেমন একটা দেখা মিলছেনা এলাকাবাসীর অভিযোগ। নিজ উদ্যোগে এবং এলাকার ধনাঢ্য ব্যক্তিদের সহায়তা নিয়ে সরকারি সাহায্যের পাশাপাশি দফায় দফায় ভালোবাসার উপহার সামগ্রী ঘরে ঘরে কিংবা রাতের আঁধারে পৌঁছে দিচ্ছেন নিজেই। পরিষদ সদস্যগন যথেষ্ট আন্তরিকতার পরিচয় দিচ্ছেন বলেও তিনি জানান।
একটাই প্রচেষ্টা প্রিয় ইউনিয়নবাসী নিরাপদে থাকুক। সুস্থ থাকুক।
বিস্তারিত ভিডিও চিত্রে………