চট্টগ্রামের হাটহাজারী উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। করোনাভাইরাস ঠেকাতে জেলা প্রশাসক মহোদয়ের অনুমতিক্রমে সোমবার (২০ এপ্রিল) ভোর ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাটহাজারী উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে।
রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় এক গনবিজ্ঞপ্তিতে এ ঘোষনা দেন হাটহাজারি উপজেলা প্রশাসন।
সোমবার (২০ এপ্রিল) ভোর ৬টা থেকে লকডাউন কার্যকর হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন।
লকডাউন বলবৎ থাকাকালে সকল প্রকার গণপরিবহন ও গণজমায়েত বন্ধ থাকবে। এক এলাকা থেকে অন্য এলাকায় যাতায়াত কঠোরভাবে সীমিত থাকবে। জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, ফয়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট ও ব্যাংকিং সেবায় নিয়োজিত গাড়ি লকডাউনের আওতামুক্ত থাকবে।
চিকিৎসা সেবায় নিয়োজিত ব্যক্তি ও চিকিৎসা সামগ্রী বহনকারী পরিবহন, নিত্যপ্রয়োজনীয় পন্যসামগ্রী, খাদ্যদ্রব্য, শিশুখাদ্য, কৃজিজাতপণ্য এই খাতে সম্পৃক্তদের বহনকারী গাড়ি এবং গণমাধ্যমকর্মী লকডাউনের আওতামুক্ত।
করোনা ঝুঁকিতে ইতোমধ্যে সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালী উপজেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। এবার হাটহাজারীকে লকডাউন ঘোষনা করা হলো।