করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা অমান্য করে হাটহাজারীর পূর্ব ধলই এলাকায় আয়োজন করা হয় পিকনিকের। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশীসহ অন্তত ১০০ লোকের আমন্ত্রণ ছিলো এই পিকনিকে।
শুক্রবার (১৭ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে পিকনিকের আয়োজন বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ।
ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ সিএনএন ক্রাইম নিউজকে জানান, উপজেলার ধলই ইউনিয়নের পূর্ব ধলই এলাকায় মো. বাবুল নামে এক ব্যক্তি তার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পড়া-প্রতিবেশীসহ অন্তত ১০০ লোকের জন্য শুক্রবার রাতে পিকনিকের আয়োজন করেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই।
তিনি বলেন, পিকনিকে আমন্ত্রিত লোকজনের জন্য বাহারি খাবার রান্না হচ্ছিলো তখন। অন্য আয়োজনও প্রায় শেষের দিকে ছিলো। সরকারি নির্দেশনা না মেনে রাতে জনসমাগম করে পিকনিকের আয়োজন করায় ওই পিকনিক বন্ধ করে দেওয়া হয়। আয়োজক মো. বাবুলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।