চট্টগ্রাম চকবাজারের কাঁচাবাজার প্যারেড মাঠে বসিয়েছে প্রশাসন। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রেখে এ বাজার বসানোর সিদ্ধান্ত নেয়া হয়। চট্টগ্রাম শহরের মধ্যে এই প্রথম খোলা মাঠে বাজার বসলো।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল থেকে কাঁচাবাজার ব্যবসায়ীরা প্যারেড মাঠে সবজি, মাছ, মাংসসহ বিভিন্ন পণ্য নিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে কাঁচাবাজারের পসরা সাজিয়ে বসেন।
ক্রেতারাও প্যারেড মাঠে এসে সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের প্রয়োজনীয় পণ্য কেনেন। বাজারে প্রবেশের পথে জীবানুনাশক দিয়ে হাত পরিষ্কার করে ঢুকানোর ব্যবস্থা করা হয়েছে। ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়েছে যাতে ক্রেতাদের পণ্য বিক্রির সময় সামাজিক দূরত্ব বজায় থাকে।
সকাল ১১টায় প্যারেড মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে বসানো বাজার পরিদর্শনে আসেন চট্টগ্রাম মেট্রোপলিটনন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চকবাজার কাঁচাবাজারের ইজারাদার মো. ইদ্রিচ হোসেন সিএনএন ক্রাইম নিউজকে বলেন, আমরা বৃহস্পতিবার বিকেল থেকে প্যারেড মাঠে বাজার বসানোর জন্য কাজ শুরু করি। শুক্রবার সকাল থেকে ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে প্যারেড মাঠে বসেন। ক্রেতারাও এসে বাজার করছেন। একটি সুন্দর পরিবেশে ক্রেতা-বিক্রেতা উভয়পক্ষ কেনা-বেচাতে খুশি।