সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, কোনো মানুষ বা প্রাণী’র প্রতিপক্ষ নয়, সভ্যতা ও প্রকৃতি রক্ষায় সবাই আজ একপক্ষ ও অভিন্ন। যারা এটা উপলব্ধি করেন না এবং করোনা ভাইরাস মোকাবিলার মহাযুদ্ধে সম্মুখ কাতারের যোদ্ধাদের অবহেলা, অবজ্ঞা করছেন ও সন্দেহের বশবর্তী হয়ে নানা নিগ্রহমূলক আচরণ করছেন, এমনকি বাসা বাড়িতেও থাকতে না দেওয়ার হুমকি দিচ্ছেন তারাই এই মহাযুদ্ধের প্রতিপক্ষ, সর্বোপরি নির্বোধ ও আত্মকেন্দ্রিক।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস, সশস্ত্র বাহিনী, চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মী, ব্যাংক-বিমাসহ সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা সরকারি নির্দেশনায় নিজেদের সুরক্ষা শতভাগ নিশ্চিত করে নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাদের নিয়ে আমরা অবশ্যই গর্ববোধ করি। কেননা তারা করোনা সংক্রমণ রোধে সব নাগরিককে ঘরে থাকতে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে সরকার ঘোষিত ছুটিকালীন দিনগুলোতেও অর্পিত সেবামূলক দায়িত্ব পালনে যুদ্ধের ময়দানে রয়েছেন।
কর্মক্ষেত্রে সংক্রমণ রোধে স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনীয় সরঞ্জাম, সামাজিক দূরত্ব মেনে চলা, স্বাস্থ্যবিধি ও রীতি-নীতি দ্বারা তারা শতভাগ সুরক্ষিত। সুতরাং তাদের নিয়ে কোনো ধরনের সংশয় বা অনভিপ্রেত প্রশ্ন তৈরির অবকাশ নেই।
তিনি বলেন, যারা এই দুঃসময়ে জনকল্যাণ ও সেবায় সার্বক্ষণিক সক্রিয়, তাদের বিরুদ্ধে অবজ্ঞা, অবহেলা ও নিগ্রহ মানবসভ্যতাকে কলঙ্কিত করবে। সুতরাং যারা এ কলঙ্ক রটাতে তৎপর, তাদের সংযত ও সংবেদনশীল হতে হবে।
বিবৃতিতে মেয়র বলেন, আমি জানতে পেরেছি যে, কোনো কোনো বাড়িওয়ালা করোনাভাইরাস প্রতিরোধে সুরক্ষা নিয়ে যারা অর্পিত দায়িত্ব পালন করছেন- তাদের বাড়ি ছাড়ার নোটিশ দিয়েছেন। এটা আইন বহির্ভূত ও গর্হিত অপরাধ। এ অপরাধ অমার্জনীয়। এ ধরনের কোনো অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে ভুক্তভোগীদের চট্টগ্রাম সিটি করপোরেশনের জরুরি সেবা নম্বরে (০১৮১৭-৮৯৭০১৯, ০৩১-৬৩০৭৩৯ ও ০৩১-৬৩৩৬৯) যোগাযোগের জন্য মেয়র আহ্বান জানিয়েছেন।