চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে থাকা ২৮ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার।
নিহত যুবকের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চেচুরিয়া গ্রামে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সিএনএন ক্রাইম নিউজকে বলেন, আজ সকালে হাসপাতালের আইসোলেশনে একজনের মৃত্যু হয়েছে। ওই রোগী কিডনিসহ আরও কিছু সমস্যায় ভুগছিলেন।
তিনি বলেন, গতকাল হাসপাতালে ভর্তি করানোর পর তার নমুনা সংগ্রহ করে বিআইটিআইডিতে পাঠানো হয়েছে। তবে এখনো রিপোর্ট পাওয়া যায়নি।