করোনাভাইরাসের প্রাদুর্ভাবে প্রকৃত অসহায় মানুষের নাম যেন সরকারি ত্রাণ বিতরণের তালিকায় আসে সে জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলমত না দেখে সঠিক তালিকা তৈরি করতে জনপ্রতিনিধি, দলের নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাস ভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, কে কোন দল করে সেটা নয়- যারাই অসুবিধায় আছে, অসহায় অবস্থায় আছে, তাদের সহযোগিতা করতে হবে।
জনপ্রতিনিধিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, কে ভোট দিলো, কে দিল না, তা নয়, জনগণকে জনগণ হিসেবে দেখবেন। সেভাবে সঠিক তালিকা করবেন। প্রকৃত অসহায় মানুষগুলো যেন তালিকাভুক্ত হয়, তারা যেন সহযোগিতা পায়।
‘আমাকে ভোট দেয়, সেটা নয়। যাদের সত্যিকারের প্রয়োজন, সাধারণ মানুষ, তাদের তালিকা করুন।’
দলের নেতাকর্মীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ মানুষের জন্য কাজ করে। অসহায় কোনো মানুষ যেন বাদ না যায়। দলমত নির্বিশেষ তালিকা করবেন। মানুষকে মানুষ হিসেবে দেখবেন। সঠিক তালিকা করবেন।
স্থানীয়দের সহযোগিতা নিয়ে স্বচ্ছতার সঙ্গে তালিকা তৈরি ও সহযোগিতা করতে প্রশাসনের কর্মকর্তাদেরও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।